নিজস্ব প্রতিবেদন : চলতি বছর মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ ৬ জুন। জানাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ৬ জুন, বুধবার, সকাল ৯টায় ফলপ্রকাশ করবেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সকাল ১০টা থেকে মার্কশিট বিতরণ শুরু করবে স্কুলগুলি। দুপুরের মধ্যে ওয়েবাসাইটে জানা যাবে ফল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in এবং wbbse.org থেকে অনলাইনে ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়া, এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। WB 10 টাইপ করে নিজের রোল নম্বর উল্লেখ করে ৫৪২৪২ ও ও ৫৮৮৮৮ নম্বরে পাঠিয়ে দিতে হবে।


চলতি বছর ১২ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলে মাধ্যমিক পরীক্ষা। অর্থাত্ পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লাখ ২ হাজার ৯২১ জন। এরমধ্যে ছাত্রী ছিল ৫৬.৩৪ শতাংশ, আর ছাত্র ৪৩.৬৬ শতাংশ।


আরও পড়ুন, "কর্নাটকে খুঁটিপুজো, মহেশতলায় মহালয়া, দশমী হবে দিল্লিতে"


এবছর সাঁওতালি ভাষাতেও মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়। এতদিন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু ও নেপালি মোট এই ৫টি ভাষায় মাধ্যমিক পরীক্ষা নেওয়া হত। এবছর এরসঙ্গেই যোগ হয় সাঁওতালি ভাষা। ৩৭টি স্কুলের মোট ৮৩২ জন পরীক্ষার্থী অলচিকি লিপিতে এবছর পরীক্ষা দেয়।