নিজস্ব প্রতিবেদন: সোমবার থেকেই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। আর পরীক্ষার আগের দিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হল মাধ্যমিক পরীক্ষার্থীর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রবিবার একটি বিয়েবাড়ি থেকে ফেরার পথে বর্ধমানের জামালপুর থানার সাহাপুরে ভয়ঙ্কর এক দুর্ঘটনায় মৃত্যু হল ওই মাধ্যমিক পরীক্ষার্থীর। তার দুই সঙ্গীর অবস্থাও গুরুতর।


এদিন জামালপুরের সাহাপুরে এক আত্মীয়ের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী অশোক মুর্মু ও তার দুই আত্মীয় দেবা কিস্কু ও অমিত মান্ডি। এদের বাড়ি হুগলির গুড়াপের সাটিদহ গ্রামে। অশোক গুড়াপ রমনিকান্ত ইনস্টিটিউশনের ছাত্র।


অারও পড়ুন-তৃণমূলের সঙ্গে মেয়র শোভনের বিচ্ছেদ এখন সময়ের অপেক্ষা


মৃত ছাত্রের কাকা নেপাল মুর্মু জানিয়েছেন, ‘ওই তিনজন বাইকে চড়ে রবিবার সন্ধ্যা নাগাদ জামালপুর-জৌগ্রাম রোড ধরে বাড়ি ফিরছিল। জামালপুরের সাহাপুর হিমঘরের কাছে একটি ট্র্যাক্টর হঠাৎ তাদের বাইকের সামনে চলে আসে। মুখোমুখি সংঘর্ষ এড়াতে ব্রেক কষে অশোক। আর তাতেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ‌যায় তিনজন। কারও মাথাতেই হেলমেট ছিল না। ঘটনাস্থলেই মৃত্যু হয় অশোকের। বাকীদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করে পুলিস।’