নিজস্ব প্রতিবেদন: আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। গত বুধবার থেকেই চালু হয়েছে মাধ্যমিক পরীক্ষার হেল্পলাইন নম্বর। খোলা থাকবে আগামী ২২ ফেব্রুয়ারি অর্থাত্ পরীক্ষার শেষের দিন পর্যন্ত। পরীক্ষার সংক্রান্ত যে কোনও খুঁটিনাটি জানার পাশাপাশি এবং পরীক্ষার কোনও সমস্যার কথাও জানানো যাবে এই দুটি হেল্পলাইন নম্বরে। নম্বরটি হল ০৩৩-২৩২১-৩৮৭২ এবং ০৩৩-২৩৫৯-২২৭৮, এছাড়াও ইমেল করতে পারেন এই ঠিকানায় madhyamik.pariksh@gmail.com। কন্ট্রোলরুম খোলা থাকবে সকাল থেকে রাত পর্যন্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এই নম্বরে ফোন করে সাহায্য নিতে পারেন। এই হেল্পলাইন নম্বর ছাড়াও পর্ষদের সভাপতি সহ কন্ট্রোলরুমের কয়েকজন ব্যক্তির নম্বরের পরীক্ষা সংক্রান্ত সমস্যা নিয়ে ফোন করতে পারবেন পরীক্ষার্থীরা৷


জরুরি নম্বরগুলি হল-
সভাপতি- ২৩২১-৩০-৮৯, ৯০৫১৪১৪১১১, ডেপুটি সেক্রেটারি (এগজামিনেশন)- ২৩২১-৩৮৪৪, ২৩২১-৩২১৬, ৯৯০৩৪২১১৯৯, ডেপুটি সেক্রেটারি (অ্যাডমিনিস্ট্রেশন- ৯০৫১০৬৮৫৪৮, ডেপুটি সেক্রেটারি (অ্যাকাডেমিক)- ৭০০১৩৪৫৩২১, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি(এগজামিনেশন)- ৯৮৭৪৪৯৯৮২০


আরও পড়ুন, RRB group D Result 2018-19: আগামী সপ্তাহেই গ্রুপ ডি-এর ফল প্রকাশ করবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড


প্রসঙ্গত, বিগত বছরগুলিতে প্রশ্ন ফাঁসের একাধিক ঘটনা ঘটার কারণে চলতি বছর নিরাপত্তা আঁটোসাটো করছে মধ্যশিক্ষা পর্ষদ। ফোন ডিটেক্টর সহ একাধিক ব্যবস্থা নিয়েছে তাঁরা। শুধু ছাত্রছাত্রীরাই নয়। এই আওতায় রয়েছে শিক্ষক-শিক্ষাকারাও। এ আগেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন চলতি বছর থেকে পরীক্ষার হলে, পরীক্ষার্থীদের সামনেই খোলা হবে প্রশ্নপত্রের প্যাকেট, পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী গুনে গুনে প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষা কেন্দ্রে। কার্যত স্বচ্ছতা সুনিশ্চিত করতে দাওয়াই পর্ষদের। সব মিলিয়ে কড়া নিরাপত্তার মোড়কেই পরীক্ষা হওয়ার কারণে প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক এই ধরনের সমস্যা এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।