ওয়েব ডেস্ক: অপেক্ষা শেষ।  ২৭শে মে শনিবার মাধ্যমিকের রেজাল্ট। সকাল নটায় সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করা হবে। সকাল দশটা থেকে মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিসে পাওয়া যাবে মার্কশিট। ওয়েবসাইট, SMS-এও জানা যাবে ফল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছাত্রজীবনের প্রথম বড় হার্ডল, মাধ্যমিক। বুক দুরু দুরু। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই দিন গোনা শুরু। কবে বের হবে রেজাল্ট!  এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের সেই অপেক্ষায় ইতি। ফল প্রকাশ হতে চলেছে শনিবার, সাতাশে মে।


সকাল নটায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। সকাল দশটার পর পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট, সার্টিফিকেট বিতরণের কাজ শুরু হয়ে যাবে। সকাল ১০ টা থেকেই বিভিন্ন ওয়েবসাইটে মাধ্যমিকের ফল জানা যাবে।


www.wbbse.org,
http:// wbresults.nic.in,
www.exametc.com,
www.indiaresults.com,
www.knowyourresult.com,
www.examresults.net

এমনই একাধিক ওয়েবসাইটে ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা


এসএমএসে ফল জানতে, WB<স্পেস> রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে 54242, 5676750, 58888 কিংবা 56263 নম্বরে


www.exametc.com ওয়েবসাইটে রোল নম্বর এবং মোবাইল নম্বর আগাম রেজিস্টার করা যাবে।


সেক্ষেত্রে ফল প্রকাশের পরই ফ্রি এসএমএসে পরীক্ষার্থীদের রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।


এবছর প্রায় এগারো লক্ষ ছাত্রছাত্রী মাধ্যমিক দেয়। ফেব্রুয়ারিতে শেষ হয় পরীক্ষা। আড়াই মাসের মাথায় ফল প্রকাশ হতে চলেছে।