নিজস্ব প্রতিবেদন:  প্রকাশিত হল হাই মাদ্রাসার ফল। মোট পাসের হার ৮২.০৪ শতাংশ। আলিমের পাসের হার ৮২.৬৭ শতাংশ ও ফাজিলের পাসের হার ৮৬.৮৮ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সন্ধ্যায় মেয়েকে জামাইষষ্ঠীর নিমন্ত্রণ, রাতে জামাইয়ের ফোনে জানা গেল সব শেষ!


গত ১২ মার্চ শুরু হয়েছিল হাই মাদ্রাসার পরীক্ষা। ১০ এপ্রিল পর্যন্ত চলেছিল পরীক্ষা। মাত্র ৫১ দিনের মাথায় পরীক্ষার ফলপ্রকাশ করা হচ্ছে। এবছর পরীক্ষায় বসেছিল ৬৪ হাজার ৯৭৪ জন পরীক্ষার্থী। এবছরও ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরাই। এবছর প্রায় ৪৩ হাজার ২৪০ জন পরীক্ষার্থী হাই মাদ্রাসা পরীক্ষা দিয়েছে।


আরও পড়ুন: কবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল? জানাল বোর্ড


চলতি মাসের ৬ তারিখ প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের ফল। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে ৮ জুন।