ময়নাগুড়ি প্রশ্নফাঁসকাণ্ডে ৫ জনকে তলব মধ্যশিক্ষা পর্ষদের
মঙ্গলবার দুপুর ২টো নাগাদ পর্ষদের শিলিগুড়ি অফিসে হাজিরার কথা। এদিন সকালেই জলপাইগুড়ি যান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। প্রশ্নফাঁসের ঘটনায় খোঁজখবর নেন তিনি। পরীক্ষার ফলাফল নিয়ে বৈঠক করবেন।
নিজস্ব প্রতিবেদন: মাধ্যমিকে প্রশ্নফাঁসকাণ্ডে ময়নাগুড়ি সুভাষ নগর স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মী সহ মোট ৫জনকে তলব করল মধ্যশিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: বন্ধ হয়ে গেলো সিটি সেন্টার লাগোয়া জনপ্রিয় এই রেস্তোরাঁ
মঙ্গলবার দুপুর ২টো নাগাদ পর্ষদের শিলিগুড়ি অফিসে হাজিরার কথা। এদিন সকালেই জলপাইগুড়ি যান মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। প্রশ্নফাঁসের ঘটনায় খোঁজখবর নেন তিনি। পরীক্ষার ফলাফল নিয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন: লাগামছাড়া পেট্রোল-ডিজেলের দাম, বড় পদক্ষেপ ডিলারদের
ময়নাগুড়ি সুভাষ নগর স্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, অভিযোগ ছিল মেরিট লিস্টে নাম উঠাতে স্কুলের এক ছাত্রকে প্রশ্ন দিয়ে দেওয়া হয়। গত ২৩ মার্চ প্রশ্নফাঁস কাণ্ডে প্রধান শিক্ষক হরিদয়াল রায়ের বিরুদ্ধে থানায় দায়ের হল অভিযোগ দায়ের করেন ওই স্কুলেরই শিক্ষক বিশ্বজিত্ রায়। পরীক্ষায় অসদউপায় অবলম্বনে প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসে মধ্যশিক্ষা পর্ষদ।