Mal Bazar: একদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা, সমস্যায় এলাকার মানুষ
জানা গিয়েছে গত কয়েকদিন প্রচন্ড গরমের পরে শুক্রবার রাতে সামান্য বৃষ্টি হয়েছে মাল ব্লকের বিভিন্ন এলাকায়। আর এই বৃষ্টির জন্য রাস্তার উপর জল জমে যাওয়ায়, যাতায়াতের সমস্যা বেড়েছে পাথরঝোড়া, তুড়িবাড়ি, খয়েরবাড়ি এলাকার বাসিন্দাদের।
অরূপ বসাক: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা। সমস্যায় সাধারন মানুষ থেকে গাড়ি চালকেরা। এক রাতের অল্প বৃষ্টিতে রাস্তায় জল জমে যাওয়ায় সমস্যায় মাল ব্লকের খয়েরবাড়ি এলাকার বাসিন্দারা। পাশাপাশি অতিরিক্ত ভাড়ি গাড়ি চলাচলের ফলেও ক্ষতি হচ্ছে এস জে ডি এর তৈরি রাস্তায়।
জানা গিয়েছে গত কয়েকদিন প্রচন্ড গরমের পরে শুক্রবার রাতে সামান্য বৃষ্টি হয়েছে মাল ব্লকের বিভিন্ন এলাকায়। আর এই বৃষ্টির জন্য রাস্তার উপর জল জমে যাওয়ায়, যাতায়াতের সমস্যা বেড়েছে পাথরঝোড়া, তুড়িবাড়ি, খয়েরবাড়ি এলাকার বাসিন্দাদের।
স্থানিয় বাসিন্দাদের বক্তব্য গত কয়েক বছর আগে ওদলাবাড়ি থেকে পাথরঝোড়া পর্যন্ত পিচের রাস্তা হয়েছে। খয়েরবাড়ি এলাকায় রাস্তার পাশে কোনও ড্রেন তৈরি না হওয়ায় বৃষ্টির সমস্ত জল রাস্তার উপর জমা হয়ে থাকছে। গত কয়েক মাস ধরে এই ভাবে বৃষ্টির জল জমতে জমতে খারাপ হয়ে গেছে সেই রাস্তা।
আরও পড়ুন: Panchayat Election 2023: খড়গ্রামে খুন কংগ্রেস কর্মী, গ্রেফতার দুই; চলছে তল্লাশি
বর্তমানে সেই রাস্তায় হাটু সমান জল। আর এই জলমগ্ন রাস্তায় মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। অবিলম্বে রাস্তাটি ঠিক করার দাবি জানিয়েছে স্থানিয় মানুষ। পাশাপাশি রাতের হালকা বৃষ্টিতে এই এলাকায় ভেঙে গিয়েছে রাস্তার একাংশ। যেকোনও সময় পুরো রাস্তাই ভেঙে যাবে এমন অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তখন পাথরঝোড়া থেকে গরুবাথান, লাভা, কালিম্পং যাতায়াত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের।
আরও পড়ুন: Bengal Weather Today: সাত দিন পরে দেশে এল বর্ষা, কবে আসবে বাংলায়?
অন্য দিকে ওদলাবাড়ি থেকে তুড়িবাড়ি পর্যন্ত রাস্তার হালও খুবই খারাপ। ভাড়ি গাড়ি চলাচল করার জন্য বিভিন্ন জায়গায় রাস্তা ভেঙে গিয়েছে। আর শুক্রবার হাল্কা বৃষ্টির জন্য রাস্তায় বড় বড় গর্তে বৃষ্টির জল জমে যাওয়ায় আরও খারাপ হচ্ছে এই রাস্তা। অল্প বৃষ্টিতেই রাস্তার এই ভাবে ক্ষতি হচ্ছে। ভারি বৃষ্টি হলে রাস্তার হাড় কঙ্কাল চেহারা ফুটে উঠবে বলে আশঙ্কা বাসিন্দাদের। অবিলম্বে এই রাস্তা দিয়ে ভাড়ি গাড়ি চলাচল নিয়ন্ত্রন এবং রাস্তা মেরামতির দাবি জানিয়েছে স্থানিয় বাসিন্দারা।