অরূপ বসাক: বেহাল রাস্তা। ক্ষিপ্ত মানুষ রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মালবাজার থেকে বড়দীঘিগামী দীর্ঘ আট কিলোমিটার রাস্তা যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। এলাকাবাসীর দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও এখনও পর্যন্ত রাস্তা সারাইয়ের কোনও পদক্ষেপ গৃহীত হয়নি। সোমবার সকাল থেকে মালবাজার ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রধানমোর এলাকায় রাস্তা সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন: Malbazar: দাউ দাউ জ্বলছে জঙ্গল! পুড়ছে সরীসৃপ থেকে অঢেল সবুজ...


প্রসঙ্গত দীর্ঘ এই আট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরেই যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। সমগ্র রাস্তা জুড়েই তৈরি হয়েছে বড় বড় খানা খন্দ। নিত্যদিন লেগে রয়েছে দুর্ঘটনা। এই রাস্তাটি জলপাইগুড়ি জেলা পরিষদের অন্তর্গত হলেও রাস্তাটি দেখভাল করে পূর্ত দফতর। রাস্তার দুই ধারেই রয়েছে একাধিক সরকারি দফতর ও প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়।


আরও পড়ুন: South 24 Pargana: পণ না পেয়ে অত্যাচার! গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


এই রাস্তা ধরে নিত্যদিন তেসিমলা কুমলাই সহ একাধিক এলাকার বহু মানুষ যাতায়াত করে থাকেন। লাটাগুড়ি যাবার ক্ষেত্রে বিকল্প সড়ক হিসাবেও এই রাস্তাটি ব্যবহার হয়ে থাকে। কার্যত জীবনের ঝুঁকি নিয়েই রোগী থেকে পড়ুয়া, মাল শহরে কাজে আশা শ্রমিক যাতায়াত করে থাকেন। বিষয়টি বারংবার প্রশাসনিক স্তরে জানিয়েও কোন কাজ হয়নি বলেই মত স্থানীয়দের। বিগত দিনেও রাস্তা আটকে বিক্ষোভ দেখালেও সরকারি উদ্যোগে রাস্তা সারাইয়ে কোনও রকমের পদক্ষেপ গ্রহণ হয়নি।


সোমবার সকাল থেকে প্রধানমোর এলাকায় স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন। স্থানীয়দের তরফে রাস্তা সারাইয়ের দাবিকে সমর্থন জানিয়েছেন ওই এলাকার জনপ্রতিনিধিরাও। রাস্তা অবরোধের ফলে ওই পথে যাতায়াতকারী গাড়ি, টোটো সহ স্কুল শিক্ষক সকলেই আটকে পড়েন। স্থানীয়দের তরফে দাবি করা হয়েছে প্রশাসনিক স্তরের আধিকারিকরা রাস্তা সারাইয়ের কাজ শুরু করলে অবরোধ তুলে নেওয়া হবে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)