নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রাতে ধুমসিগারা জঙ্গলের ভেতর থেকে হাত পা বাধা অবস্থায় এক টোটো চালককে উদ্ধার করল মালবাজার মহকুমার ওদলাবাড়ি এলাকার বাসিন্দারা। আক্রান্ত মহম্মদ আছিরদ্দিন (৫৫)  ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তি কলোনীর বাসিন্দা। তিনি জানিয়েছেন, বেশ কিছু টাকা নেওয়ার পাশারপাশি তাকে বেধড়ক মারধর করে জঙ্গলে ফেলে দিয়ে টোটো নিয়ে চম্পট দেয় জনা তিনেক ব্যক্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আজ আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়, চড়ছে ভোট উত্তাপ


টোটো চালক জানিয়েছেন, শুক্রবার বিকেলে ৩ জন ব্যাক্তি গাজলডোবা এলাকায় যাবে বলে ৩০০ টাকা দিয়ে আসিরুদ্দিনের টোটো ভাড়া করে। ধুমসিগাড়া এলাকায় পৌছানোর পর জঙ্গলের ভেতর টোটো নিয়ে যাওয়ার কথা বলে ওই আরোহীরা। টোটো জঙ্গলে ঢুকতেই একটি গাছের সাথে বেধে ফেলা হয় চালককে, লাছি দিয়ে বেধড়ক মারধোরও করা হয় বলে জানিয়েছে ওই টোটো চালক। এরপরই সমস্ত টাকা এবং টোটো নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা



রাতে স্থানীয় লোকজন ওদলাবাড়ি হাসপাতালে ভর্তি করে  আসিরুদ্দিনকে। রাতেই ঘটনা স্থলে আসে মালবাজার পুলিস। পুলিশ ঘটনার তদন্ত করছে। মাঝে মধ্যে এভাবে টোটো ছিনতাই এর ঘটনায় আতঙ্কিত টোটো চালকেরা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।