রণজয় সিংহ: বামনগোলা কান্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিস সুপারের পদত্যাগের দাবী নিয়ে পুলিস সুপারের দফতরের সামনে ২০ ঘন্টার বেশী সময় ধরে অবস্থান বিক্ষোভ করছেন বিজেপি নেতা এবং সাংসদ খগেন মুর্মু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বামঙ্গোলায় মহিলা নির্যাতনের ঘটনার অভিযোগে অভিযোগে সুর চড়াচ্ছে বিজেপি। জানা গিয়েছে এই অবস্থা বিক্ষোভ যেমন পুলিস সুপারের দফতরের সামনে হচ্ছে, সেইরকমই রবিবার সকাল ১১টা থেকে বামনগোলা থানার সামনেও বিজেপি-র কর্মসূচী রয়েছে। সেখানেও তাঁরা অবস্থান বিক্ষোভ করবেন বলেই জানা গিয়েছে। তাঁরা জানিয়েছেন যতক্ষন নির্যাতিতা সুবিচার পাচ্ছেন না ততোক্ষণ এই অবস্থান চলবে।


তাঁরা আরও জানিয়েছেন গত সোমবার বামনগোলা ফাঁড়িতে বিজেপি-র যে বিক্ষোভ কর্মসূচী ছিল সেই ঘটনায় এই নির্যাতিতাদের অভিযুক্ত করা হয়েছে। তাদের দাবি ওদের সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। এরপরেও কেন পুলিস এই ঘটনা ঘটিয়েছে তাঁর উত্তর চেয়েছেন তাঁরা।   


আরও পড়ুন: Odlabari: জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল গাড়ি, আহত ১৫


তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, ‘বামনগোলার ঘটনা খুবই দুঃখজনক। আরও ইনভেস্টিগেশন চলছে। যারা এরমধ্যে রয়েছে কাউক ছাড়া হবে না। রাজনৈতিকভাবে যদি কেউ বিক্ষোভ করে এখানে কিছু বলার নেই। শান্তিপূর্ণ ভাবে করুন। কোনও অসুবিধা নেই’।


একদিকে তৃণমূল যখন মণিপুরের ঘটনা নিয়ে কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করে একের পর এক তোপ দেগে চলেছে, তখন পশ্চিমবঙ্গের মালদার বামনগোলায় ২ আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধর ও অকথ্য অত্যাচারের অভিযোগ তুলল বিজেপি। যে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছে পুলিসও। তবে এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেও জানিয়েছে পুলিস।


বিজেপির তরফে অভিযোগ, বামনগোলার পাকুয়া হাটে ২ আদিবাসী মহিলাকে নগ্ন করে নির্মমভাবে মারধর করা হয়। অকথ্য অত্যাচার করা হয় তাঁদের উপর। পুলিসের সামনেই গোটা ঘটনা ঘটে। কিন্তু পুলিস কোনও ভূমিকা পালন করেনি।  


আরও পড়ুন: Birbhum: বীরভূমে ধর্ষণ করে খুন বৃদ্ধা! উত্তেজনা সাঁইথিয়ায়


বামনগোলা কান্ড নিয়ে মালদা পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বামনগোলা থানায় বসে সাংবাদিক বৈঠক করে শনিবার বললেন, ‘এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। একটি ভিডিয়ো শুক্রবার বামনগোলা থানা পেয়েছে। তার উপরে একটি মামলা হয়েছে। আইটি আইনে মামলা হয়েছে। ভিডিয়ো দেখে পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন মহিলা এবং দুই জন পুরুষ রয়েছে। তাদের গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার হয়েছে তারা আদিবাসী সম্প্রদায়ের’।


বিবস্ত্র করে মহিলাকে মারধোরের ঘটনায় নির্যাতিতা দুই মহিলাকে চোর সন্দেহে নয়, বিজেপির নালাগোলা ফাঁড়ি ভাঙচুর বিক্ষোভ কর্মসূচীর ঘটনায় অভিযুক্ত  হিসাবে গ্রেফতার করা হয়েছিল। সেই অভিযোগেই তাদের আদালতে তোলা হয়। এমন বিষয়টি ঘটেছে স্বীকার করে পুলিস সুপার প্রদীপ কুমার যাদব জানান বিষয়টি তার জানা ছিল না। তদন্ত শুরু হয়েছে। আইসি বামনগোলা ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় চিহ্নিত করেছিল। বিষয়টির তদন্ত শুরু হয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)