নিজস্ব প্রতিবেদন: রুটি রুজির টানে কাশ্মীরে গিয়ে জঙ্গি হামলার মুখে পড়লেন মালদহের ২ তরুণ। আগামী মাসে ইদ। বাড়ি ফেরার কথা ছিল দু'জনরেই। কিন্তু তার আগেই শোকস্তব্ধ দুই শ্রমিকের পরিবার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিবারের দাবি শুক্রবার সন্ধেয় ওই শ্রমিকদের আস্তানায় এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এতে গুলিবিদ্ধ হয়েছেন মালদহের মালতিপুরের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নাজেবুল আলম(১৮) ও আনিকুল হক(৩০)। দুজনেই বর্তমানে কাশ্মীরের হাসপাতালে ভর্তি। ওই খবর আসতেই আতঙ্ক ছড়িয়েছে গ্রামে।



গুলিবিদ্ধ আনিকুলের স্ত্রী মেরিনা বিবি জানান, রাজমিস্ত্রির কাজে গিয়েছিল ও। গতকাল সন্ধেয় ফোনে ওর সঙ্গে কথা হয়েছিল। তার পর আর কোনও খবর পাইনি। শুনেছি মাথায় ও ঘাড়ে গুলি লেগেছে। আমরা চাই সরকার আমার স্বামীকে ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক।


মালতিপুর বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি জানান, খবর পেয়েই ওদের পাশে দাঁড়িয়েছি। মুখ্যমন্ত্রীকেও বিষয়টি জানানো হবে। 


অন্যদিকে, এলাকার বাসিন্দা মহম্মদ আলি জিন্নাহ জানান, এলাকার অনেকেই কাশ্মীরে শ্রমিকের কাজ করেন। এমন অঘটন এই প্রথমবার ঘটল।


আরও পড়ুন-সাধের অনুষ্ঠানে আমন্ত্রিত পছন্দের সহকর্মীরা; ক্ষোভে মারপিট স্কুলে, জ্ঞান হারালেন প্রধান শিক্ষিকা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)