রণজয় সিংহ: একে ৪৭ এসএলআর নিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। মালতীপুর বিধানসভার সামসিতে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে বিএসএফের বিরুদ্ধে এই অভিযোগ তুললেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিন বছরের ওপরে এক জেলায় কর্মরত বিএসএফ আধিকারিকদের বদলির দাবিতেও সরব হন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ওল্ড মালদার মাঠে বলেছিলাম একে ৪৭ এস এল আর দিয়ে ভয় দেখাবেন না। ঠিক সেটাই হচ্ছে। বৈদ্যপুর ঋষিপুর জাজইল সব জায়গাতে অভিযোগ হচ্ছে। আজকে আমি সবাইকে বলছি, থানায় যাবেন। অভিযোগ দেবেন। সীমান্তে যারা পাহারা দিচ্ছেন, তাদের আমি সম্মান করি।,আপনি আপনার কাজ করুন। কিন্তু আমাদের সমর্থকদের যদি ভয় দেখানো হয়, তাহলে সেটা ঠিক হবে না।


প্রসূন বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কাল থেকে বৈদ্যপুর, জাজইলে এই ভয় দেখানো শুরু হয়েছে। সমস্ত অভিযোগ আমি জমা করেছি। এরপরে কিন্তু আমরা দাবি করছি, এক জেলাতে ৩ বছরের উপর কর্মরত সমস্ত প্যারামিলিটারিকে বদলি করতে হবে ৪৮ ঘণ্টার মধ্যে। এম সি সির নিয়ম অনুযায়ী এই জেলাতে তিন বছর যারা আছেন সীমান্ত পাহারা দিচ্ছেন তাদের সবাইকে বদলি করতে হবে। না হলে নিরপেক্ষ ভোট করতে দিচ্ছে না ওরা ওখানে।


তিনি আশ্বাস দেন, ভয় পাবেন না। ভোটের দিন আমি ওখানে থাকব। প্রসূন থাকবে। এক প্রসূন মরবে। হাজার প্রসূন জন্মাবে।


আরও পড়ুন, Konnagar: রবিনসন স্ট্রিটের ছায়া কোন্নগরের নবগ্রামে, বৃদ্ধের মৃতদেহ আগলে বসে স্ত্রী-মেয়ে!



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)