বিজেপি নেতাদের গর্ধ শিক্ষিত বলে কটাক্ষ মমতার
রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারই জবাবে বিজেপিকে পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কাঁথির জনসভা থেকে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
তারই জবাবে বুধবার রামপুরহাটের সভা থেকে বিজেপিকে পালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম করে অমিত শাহকে কটাক্ষও করলেন। বললেন, ''দিল্লির ওই কিছু নেতা আছে। সেগুলো অর্ধশিক্ষিত, না গর্ধ-শিক্ষিত আমি জানি না।''
আরও পড়ুন: 'মোদীবাবু, মমতা ব্যানার্জি পেন্টিং করে টাকা নিয়েছেন প্রমাণ করুন', চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
আসলে অমিত শাহ কেন্দ্রীয় প্রকল্পগুলিকে তৃণমূল কংগ্রেস বাংলায় নিজেদের নামে চালাচ্ছে বলে অভিযোগ করেছিলেন। বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেছিলেন। তিনি প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি পাকিস্তানে গিয়ে দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে হবে।
এদিন সেই অভিযোগের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতাদের গর্ধ-শিক্ষিত বলে কটাক্ষ করেছেন। এদিন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প, নির্মল বাংলা প্রকল্প মোদী জমানার আগেই শুরু হয়েছে বলে অভিযোগ করেন। কন্যাশ্রী প্রকল্প থেকে টুকে কেন্দ্র বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্প চালু করে বলে তাঁর অভিযোগ।
আরও পড়ুন: কাঁথিকাণ্ডে পালটা বিজেপির বিরুদ্ধে পরিকল্পিত তাণ্ডবের অভিযোগ মমতার
অমিত শাহের পুজো নিয়ে অভিযোগ উড়িয়ে দিয়ে মমতা বলেন, ''হয় প্রমাণ করুন, না হলে রাজনীতি ছেড়ে দিন।''