নিজস্ব প্রতিবেদন : "অবিলম্বে আনারুলকে (Anarul) গ্রেফতার করতে হবে। হয় আনারুল আত্মসমর্পণ করুক, কিংবা যেখান থেকে হোক ওকে গ্রেফতার করা হোক।" বগটুই গ্রামে দাঁড়িয়ে নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পর রামপুরহাট কাণ্ডে (Rampurhat Arson) প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerje At Bogtui)। মুখ্যমন্ত্রী বলেন, "দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে পুলিস অফিসার এর মধ্যে জড়িত, তাঁদেরকেও ছাড়া হবে না।" 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একইসঙ্গে বগটুই গ্রামে দাঁড়িয়ে এদিন ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষগুলোর উদ্দেশে ক্ষতিপূরণও (Compensation) ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerje At Bogtui)। তিনি জানান, মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা নগদ দেওয়া হবে। পুড়ে যাওয়া বাড়িগুলি আবার তৈরি করতে ১ লাখ টাকা দেওয়া হবে। দরকার পড়লে ২ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। আগুনে পুড়ে গিয়ে যাঁরা ৬০ শতাংশ জখম হয়েছেন, তাঁদের ১ লাখ টাকা দেওয়া হবে। আর আগুনে পুড়ে জখম ৩ শিশুকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদেক চিকিৎসার দায়িত্ব নেবে রাজ্য সরকার।


পাশাপাশি, ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু একজনকে সরকারি চাকরি (Government Job) দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerje At Bogtui)। মুখ্যমন্ত্রীর নিজস্ব কোটাতে কোনওরকম ইন্টারভিউ ছাড়াই হবে চাকরি। প্রথমে মাসে ১০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এক বছরের মধ্যে গ্রুপ-ডি পদে স্থায়ী চাকরি হবে। বগটুইয়ে দাঁড়িয়ে মমতা এদিন বলেন, "নিজের কোটা থেকে আমি ১০ জনকে চাকরি দেব।"


আরও পড়ুন, Mamata Banerje At Bogtui: কাঁদতে কাঁদতে অসুস্থ, বগটুইয়ে নিহতদের পরিজনের শুশ্রূষায় মুখ্যমন্ত্রী নিজে


Rampurhat Arson: "বগটুইয়ের ঘটনায় IC, SDPO নিজেদের দায়িত্ব পালন করেননি!" দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ মমতার


Rampurhat Arson EXCLUSIVE: এক বছর আগেই টার্গেট ভাদু! রামপুরহাট কাণ্ডে মিলল বিস্ফোরক তথ্য


Rampurhat Arson: পোড়া খেলনা-বাচ্চার জুতো, বগটুইয়ে দগ্ধ বাড়ির ভিতরের ছবিতে ধরা পড়ল ভয়ঙ্কর ধ্বংসলীলা


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)