নিজস্ব প্রতিবেদন: ত্রাণে দুর্নীতির মানসিকতা বাম আমলে তৈরি। আর সেটাই ব্যাধি হয়ে দেখা দিয়েছে। দুর্নীতি ইস্যুতে সরাসরি বামেদের তোপ মুখ্যমন্ত্রীর। তাঁর দাবি, কড়া ব্যবস্থা নিচ্ছে তাঁর সরকার। মুখ্যমন্ত্রীকে পাল্টা নিশানা করে বামেদের কটাক্ষ, বাম আমলে বহিষ্কৃত দুর্নীতিবাজ নেতাদের নিয়েই দল গড়েছেন মমতা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


আমফান ত্রাণে দুর্নীতি। তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ। জেলায় জেলায় বিক্ষোভ। দুর্নীতি ইস্যুতে শুরু থেকেই কড়া মুখ্যমন্ত্রী। যাঁরা সত্যিই দুর্গত, তাঁরা সাহায্য পাবেন। বারে বারে আশ্বাস দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। কড়া হচ্ছে তৃণমূলও। দলীয় কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করে ব্যবস্থা নিচ্ছে দল। এখনও পর্যন্ত শখানেকের ওপর নেতা-পঞ্চাতের প্রধান-সদস্যকে শোকজ কিংবা বহিষ্কার করা হয়েছে। দুর্নীতিগ্রস্ত একজন নেতারা ছাড় পাবেন না। বুধবার আরও একবার সেকথা স্পষ্ট করেছেন মমতা।


দুর্নীতির কথা বলতে গিয়ে  বাম জমানা টেনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পঞ্চায়েত বা সরকারি প্রকল্পে  দুর্নীতির ঘুনপোকা বামেদের আমদানি। মুখ্যমন্ত্রীর অভিযোগে স্বভাবতই ক্ষুদ্ধ বামেরা। পাল্টা জবাব এসেছে লাল শিবির থেকেও।


 


আমপান ত্রাণে দুর্নীতি নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল। শোরগোল ফেলেছে বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে, একুশের আগে বিরোধীদের অস্ত্র ভোঁতা করতেই বাম জমানার প্রসঙ্গ উত্থাপন মুখ্যমন্ত্রীর।


আরও পড়ুন, করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলার জন্য ৪১ হাজার ৭৭৫ লাখ টাকার সহায়তা ঘোষণা কেন্দ্রের