নিজস্ব প্রতিবেদন: গ্রামীণ সম্পদ কর্মী বা Village Resource Person(VRP)-দের কর্মদিবসের সংখ্যা বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে উত্তর ২৪ পরগনায় মুখ্যমন্ত্রীর এক সভায় প্ল্য়াকার্ড হাতে দাবিদাওয়া নিয়ে হইচই করেছিলেন VRP-রা। সোমবার অবশ্য তাঁদের সেই দাবি মেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-ঢুকে পড়ছে মাফিয়ারা, দলেরই ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র BJP-র 'যোগদান মেলা'


সোমবার নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এতদিন VRP-রা মাসে ২০ দিন কাজ পেতেন। এবার কর্মদিবসের সংখ্যা বাড়িয়ে ৩০ দিন করা হল। এতে আগে তাঁরা পেতেন সর্বোচ্চ ৩৫০০ টাকা। এবার তা বেড়ে হবে ৫,২৫০ টাকা। দৈনিক ভাতা ১৭৫ টাকা।


উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর বনগাঁয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সভায় প্ল্য়াকার্ড তুলে নিজেদের দাবি তুলে ধরেন কয়েকজন VRP কর্মী। এক খানিকটা অসন্তুষ্ট হন মুখ্যমন্ত্রী। তবে তিনি বলেন, যতটা পেরেছি ততটা করেছি। সব কাজে স্থায়ী হওয়ার সুযোগ থাকে না। দেওয়ারও একটা সীমা রয়েছে। 


আরও পড়ুন-শুভেন্দুর 'হাত' ধরতে পারে কে কে? 'জল মাপতে' আগামিকাল বৈঠকে মালদা তৃণমূল জেলা কমিটি


আজ নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, VRP-রা মাঝেমধ্যেই আমাকে প্ল্য়াকার্ড দেখায়। ওদের দাবি ছিল, মাসিক ওদের ভাতা যদি ৫,২৫০ টাকা করা হয়। মনে রাখবেন, ওদের বকলেও আমি ওদের ভালোবাসি। ওদের মাসিক ৫,২৫০ টাকা করে দিলাম। এতে রাজ্য সরকারের খরচ হবে বছরে ১০৫ কোটি টাকা।