জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'সব বিরোধী দল এককাট্টা হোন। যে যেখানে শক্তিশালী, সে সেখানে লড়াই করুন। একের বিরুদ্ধে এক প্রার্থী দিন।' লোকসভা ভোটে ফের একবার বিরোধী ঐক্যের ডাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভা থেকে লোকসভা ভোটে ফের বিরোধী ঐক্যের পক্ষে সওয়াল করলেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত কদিন আগে, মালদা-মুর্শিদাবাদ সফরের আগেই প্রথম চব্বিশের ভোটে কেন্দ্রে পরিবর্তনের ডাক দেন মমতা। তাঁর কথায়, ২০২৪-এর ভোট হবে পরিবর্তনের নির্বাচন। সব বিরোধীদের একজোট হওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের স্পষ্ট বক্তব্য, একজোট হলেই বিজেপিকে হারানো সম্ভব। তৃতীয় তৃণমূল সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্পষ্ট জোটবার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। একটি ভিডিয়ো বার্তায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'দেশে একটা পরিবর্তন আসা জরুরি। সামনের নির্বাচন হবে পরিবর্তনের ভোট। যেটা ২০২৪-এ হবে দিল্লিতে। ১০ বছর ধরে একটা সরকার শুধু ভাঁওতাবাজির উপর চলছে। সন্ত্রাস করেছে। নোটবন্দি করেছে। এখন আবার এনআরসি-র অত্যাচার শুরু করেছে। আমি সব বিরোধীদের বলব, আসুন, একজোট হোন। আমি নিশ্চিত, বিজেপি তাহলে এবার হারবেই। কারণ পৃথিবীতে এমন কোনও শক্তি নেই যা মানুষের ইচ্ছাকে দমিয়ে রাখতে পারে। মানুষ-ই হচ্ছে প্রথম পছন্দ।'  


এদিন সাগরদিঘিতে গিয়ে সেই বিরোধী জোটেরই রূপরেখা যেন বাতলে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কীভাবে বিরোধী জোট হবে? কীভাবে বিরোধী দলগুলি এককাট্টা হবে? কীভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার হবে? পাশাপাশি, সামশেরগঞ্জের সভা থেকে গঙ্গা ভাঙন রোধে ১০০ কোটি টাকা অর্থ বরাদ্দের কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে সুনামি জয়ের ২২ মাস পর এই মুর্শিদাবাদের সাগরদিঘিতেই প্রথম হারের মুখোমুখি হয় তৃণমূল কংগ্রেস। হার হয় উপনির্বাচনে।


আরও পড়ুন, Anubrata Mandal: কাউন্সিলর থেকে কর্মী, নামে-বেনামে অ্যাকাউন্ট খুলে কেষ্টর টাকা সরানোর ছক ফাঁস ইডির চার্জশিটে!



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)