নিজস্ব প্রতিবেদন: একুশের লড়াইয়ের আগে সরকারি প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ার প্রশাসনিক বৈঠকে দলকে তো বার্তা দিলেন, একইসঙ্গে রীতিমতো লিখিয়েও দিলেন মুখ্যমন্ত্রী।   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাজেটে ঘোষণা হয়েছে, এবার থেকে আদিবাসীরা পেনশন পাবেন। প্রকল্পের নাম জয় জোহরা। ওই প্রকল্প কোন ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে, তা দেখিয়ে দিচ্ছিলেন মুখ্যসচিব। তখন সবাইকে তা লিখে নিতে নির্দেশ দেন মমতা।  বৈঠকে বলেন ,"এটা নোট করো। পেন নিয়ে লেখো। যা বলছে তথ্যগুলো নোট করো। এই পেন নিয়েছো? বিধায়ক, কাউন্সিলর, আইসি-দের ও দিন এই ওয়েবসাইটের তথ্য।'' 


আদিবাসীদের পেনশনের উপরে বিশেষ জোর দিতে চাইছে সরকার। সেই পেনশন ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়া জেলা যেহেতু আদিবাসী সংখ্যা বেশি তাই ইতিমধ্যেই জেলাশাসককে এই জেলার আদিবাসী কারা পেনশন পেতে পারে তার তালিকা আগে থেকে তৈরি করার নির্দেশ দেন। 


পঞ্চায়েত হোক বা পুরসভা। দলের নির্বাচিত জনপ্রতিনিধি নেতাদের অনেকেরই আচরণে মানুষে যে ক্ষোভ তার মাসুল দিতে হয়েছে তৃণমূলকে। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ এবং
জঙ্গলমহলে ফল খারাপ হয়েছে। সামনেই ৯৩টি পুরসভায় ভোট। বছর ঘুরলে বিধানসভা নির্বাচন। তার আগে এদিন দলের নেতাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।  


লোকসভা ভোটের ওয়ার্ড-ভিত্তিক ফলাফল বিচার করলে দেখা যাচ্ছে, নানা পুর এলাকায় জমি শক্ত করেছে বিজেপি। পুর-নির্বাচনে ভালো ফল করলে একুশের আগে আত্মবিশ্বাস
বাড়বে তাদের। রাজনৈতিক মহল বলছে সেকথা মাথায় রেখে এখন থেকেই দলকে সঠিক রাস্তায় আনতে চাইছেন মমতা। 


আরও পড়ুন- কলকাতা পুরভোটে গ্ল্যামার না অভিজ্ঞতা? মুকুলের সঙ্গে মতানৈক্য রাজ্য নেতৃত্বের একাংশের