নিজস্ব প্রতিবেদন: মুর্শিদাবাদের দৌলতাবাদের বাস দুর্ঘটনার পর পুলিস-জনতা খণ্ডযুদ্ধের নেপথ্যে কারা?  বুধবার আলিপুরের তৃণমূলের বর্ধিত কোর কমিটির সভামঞ্চ থেকে নাম না-করে ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, ‘একবার ভেবে দেখেছেন, ঘটনার পর ২ ঘণ্টা কেন পুলিস ডিএম, এসপিকে ঢুকতে দেওয়া হয়নি? মানুষগুলো মৃত্যুর সঙ্গে লড়ছিল, কিন্তু বিপর্যয় মোকাবিলা দফতরকেও প্রথমে ঢুকতে দেয়নি ওরা।‘ বিজেপির নাম না করে তিনি বলেন, ‘সব বিধায়করাই জানেন ওখানে কী হচ্ছে, সকাল সকালেই কিছু খেয়ে নিয়েছিলেন ওরা। তারপর অশান্তি ছড়িয়েছিল।‘


আরও পড়ুন: বাস দুর্ঘটনায় অগ্নিগর্ভ দৌলতাবাদ, মারমুখী জনতার ভয়ে এলাকা ছেড়ে পালাল পুলিস!


দৌলতাবাদের দুর্ঘটনায় দায়ী চালকই, কিন্তু মুখ্যমন্ত্রীর কথায়, ‘কিছু মানুষ এমন আচরণ করেছেন, যেন আমি গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি।‘


এদিনের সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, ‘বাস দুর্ঘটনার দিন দৌলতাবাদে যারা অশান্তি ছড়িয়েছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা সেদিন পুলিস, দমকলকে আটকেছিল, যান গিয়ে খোঁজ নিন, তারা কোন দলের লোক।‘


আরও পড়ুন: দুর্ঘটনার আসল কারণ কী? ২৪ ঘণ্টাকে চাঞ্চল্যকর বয়ান জীবিত যাত্রীদের


প্রসঙ্গত, গত সোমবার বাস দুর্ঘটনার পর অগ্নিগর্ভ চেহারা নেয় মুর্শিদাবাদের দৌলতাবাদ। একদিকে যখন ভৈরবের জলে বাঁচার আর্তি জানাচ্ছেন অভিশপ্ত সেই বাসের যাত্রীরা, তখন পাড়ে পুলিসকে লক্ষ্য করে চলছে জনতার বেপরোয়া ইটবৃষ্টি। সেদিন পুলিসের ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাঙচুর চালানো হয় একাধিক গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি চালায় পুলিস। চলে বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার গ্যাসও ছোড়ে পুলিস।  তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সেদিনের অশান্তির নেপথ্যে নাম না-করে বিজেপিকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী।