ওয়েব ডেস্ক: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম এবং কংগ্রেসকে এগিয়ে আসার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে যৌথ লড়াই-এ নামারও আবেদন তাঁর। বিরোধীদের পাল্টা বক্তব্য তাঁদের  ঘর ভেঙে ক্রমশ দুর্বল করছে তৃণমূলই, এতে আখেরে লাভ হচ্ছে বিজেপির।


গতকাল বিধানসভায় অধ্যক্ষের ঘরে বৈঠক হয়। ছিলেন আব্দুল মান্নান, সুজন চক্রবর্তী ও তৃণমূলের প্রথম সারির নেতারা। সৌজন্যের আলাপচারিতায় উঠে আসে দার্জিলিং থেকে বসিরহাট, একের পর এক ঘটনা। আব্দুল মান্নান মুখ্যমন্ত্রীকে জানান এক্ষেত্রে সরকারের কিছু নীতিই দায়ী। সুজন বলেন, কোনও ক্ষেত্রেই বিরোধীদের যুক্ত করা হয়না। সবটাই একা চালানোর চেষ্টা করেন। মান্নান বলেন কংগ্রেস বামেদের ঘর ভাঙিয়ে তৃণমূল এখন দুশ এগারো দুশ একুশ। এতে লাভ তো হবে বিজেপির। মুখ্যমন্ত্রী অবশ্য ঘর ভাঙানোর দায় অস্বীকার করেছেন। তবে বারবারই তিনি বলেন এরাজ্যে বিজেপি আরএসএস মাথা চাড়া দিলে ভয়ঙ্কর বিপদ। ঐক্যবদ্ধভাবে এই বিপদ রোখা উচিত। মান্নান, সুজন দুজনই মমতাকে জানিয়েছেন সরকারের বিরুদ্ধে নানা প্রশ্নের লড়াই থাকলেও বিজেপিকে রুখতে মুখ্যমন্ত্রীর পাশে থাকতে তাদের কোনও আপত্তি নেই।