গোয়ালের গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, আবার বাঁধা হল, মুকুল-প্রত্যাবর্তনে Anubrata
মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন তাই হবে
নিজস্ব প্রতিবেদন: জল্পনার অবসান ঘটিয়ে শেষপর্যন্ত ছেলেকে নিয়ে তৃণমূলে ফিরলেন বিজেপির সর্বভারতীয় নেতা মুকুল রায়। শুক্রবার তৃণমূল ভবনে মুকুলের তৃণমূলে যোগদান অনুষ্ঠানে মমতা বলেন, ওল্ড ইজ গোল্ড। এতদিন শান্তি পেল।
আরও পড়ুন-রবিতে 'রাজনৈতিক গুরু', শুক্রে সৌমিত্র-উবাচে সেই মুকুল হলেন 'চাণক্য নন মীরজাফর'
এদিকে মুকুল রায়ের তৃণমূলে ফেরা নিয়ে কটাক্ষ করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল(Anubrata Mandal)। এদিন সাংবাদিকদের তিনি বলেন, গোয়ালের গোরু দড়ি ছিঁড়ে বেরিয়ে গিয়েছিল, আবার খুঁটিতে এনে বাঁধা হল।
বিজেপি বিপুল প্রচারের মধ্যেও রাজ্য বিধানসভা নির্বাচনে দুশোর বেশি আসন পেয়েছে তৃণমূল কংগ্রের। এনিয়ে আজ তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, দল শক্তিশালীই রয়েছে। এনিয়ে অনুব্রত মণ্ডল বলেন, "আগে সংবাদমাধ্যমে শুনতাম মুকুল রায় নাকি তৃণমূলের চাণক্য ৷ ২০২১ তো মুকুল রায় ছিলেন না। প্রমাণ হল তো মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) আসল চাণক্য ৷ মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইবেন তাই হবে।"
আরও পড়ুন-জল্পনার অবসান, অবশেষে সামনে এল Nusrat-র Baby Bump
মুকুল রায়(Mukul Roy) ফিরেছেন, অনেকেই ফেরার কথা ভাবছেন। কেন? এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, "গোয়ালে অনেক গোরু থাকে জানেন, যারা রাতে দড়ি ছিঁড়ে বেরিয়ে যায়। সকালে আবার গোঁজে এনে বেঁধে দেওয়া হয় ৷ আবার বাঁধা হয়েছে।"
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)