নিজস্ব প্রতিবেদন: হতাশা থেকে আজেবাজে কথা বলছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মুখে 'শকুন' শব্দের এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার পোস্তায় এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বিজেপিকে নাম না করে 'শকুন' বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে চাঁচাছোলা ভাষায় তার জবাব দেন দিলীপবাবু। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LIVE TV


 



এদিন সকালে বিরাটিতে 'চায়ে পে চর্চা'-য় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, 'আমাদের মুখ্যমন্ত্রী এর আগেও এমন অনেক ভালভাল কথা বলেছেন। লোকসভা নির্বাচনের আগে বলেছেন, মোদীকে প্রধানমন্ত্রী মানি না। মোদী কোন হরিদাস পাল। অমিত শাহ গুন্ডা। আর ভগবানের এমনই খেলা যে এখন পায়ে ধরতে হচ্ছে। দেখা করার জন্য বাড়ির সামনে ধরনা দিতে হচ্ছে। জনসমর্থন চলে গিয়েছে বুঝে হতাশা থেকে এসব বলছেন তিনি।' 


নিজের পাপ আমাদের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, বিসর্জন নিয়ে মমতাকে খোঁচা দিলীপের


বলে রাখি, বৃহস্পতিবার পোস্তায় এক জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'এখন আর ডাক্তারবাবুদের ডেথ সার্টিফিকেট দেওয়ার দরকার পড়ে না। বিজেপিই তাদের সমর্থক বলে ঘোষণা করে ডেথ সার্টিফিকেট দিয়ে দেয়। শকুনি জানেন তো? ওঁৎ পেতে বসে থাকে। কখন কে মরবে, আর খাবে। কেউ বোমে মারা গেল, কেউ ব্যক্তিগত শত্রুতায় মারা গেল, সবাইকে বলে দিচ্ছে বিজেপি সমর্থক। মিথ্যে কথা ছাড়া সত্যি কথা বলে না।'