নিজস্ব প্রতিবেদন: স্বামীজির শিকাগো-ভাষণের ১২৫ বছর পূর্তি উপলক্ষে শিকাগোয় আয়োজিত অনুষ্ঠানে যেতে না-পারায় দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন ষড়যন্ত্র করে আটকে দেওয়া হয়েছে তাঁর সফর। বেলুড়ে এক অনুষ্ঠানে একই সঙ্গে নাম না-করে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বেলুড় দখলের চেষ্টা চলছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। মমতার হুঙ্কার, কোনও ভাবেই তা হতে দেবেন না তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার বেলুড়মঠে স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, আমাকে ষড়যন্ত্র করে শিকাগো যেতে দেওয়া হয়নি। শিকাগো যেতে না-পারায় কষ্ট পেয়েছি। কারা একাজ করেছে তা আমি জানি। আমার কাছে সব রেকর্ড আছে। 


এদিন নাম না করে নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা। বলেন, 'যখন কেউ এসে জ্ঞান দেয় কে কী খাবে না-খাবে তখন আমার লজ্জা করে। বাংলার মাটি সহনশীলতার মাটি। বাংলার কোনও জ্ঞানের দরকার নেই।' মোদীকে মমতার পরামর্শ, নেতা হতে গেলে ত্যাগ করতে হয়। 


মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বেলুড় দখলের চেষ্টা হচ্ছে। কিন্তু কোনও ভাবেই বেলুড় দখল হতে দেব না। তবে কারা বেলুড় দখল করতে চাইছে তা অবশ্য বলেননি তিনি। 


ছিঁড়ে নেওয়া হয়েছে আইএমইআই নম্বরের স্টিকার, মোবাইলের দোকানে অভিনব কায়দায় চুরি


গত ১১ জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিকাগো সফর হাতিল হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় স্বামীজির বক্তৃতার ১২৫ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল রামকৃষ্ণ মিশন। ২৬ অগাস্ট হওয়ার কথা ছিল অনুষ্ঠানটি। রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর হঠাত্ মৃত্যু-সহ একাধিক কারণে ওই অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলে জানানো হয়। 


সফর বাতিল হওয়ার পর ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, চক্রান্ত করে তাঁর সফর বাতিল করানো হয়েছে। সেজন্য হুমকি দেওয়া হয়েছে রামকৃষ্ণ মিশনকে। রামকৃষ্ণ মিশনের তরফে যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্বামীজির উক্তি উল্লেখ করে বলেন, 'দেশ শাসন করো বলে মাথায় পা দিয়ে চলতে দেব না। নেতা হতে গেলে ত্যাগ শিখতে হয়।'