নিজস্ব প্রতিবেদন: গোয়ায় তৃণমূলকে প্রান্তিক দল বলে অভিহিত করেছেন কংগ্রেস নেতা চিদম্বরম। সোমবার জবাব দিতে গিয়ে কংগ্রেসকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,''বিজেপির ভয়ে শির ঝুঁকিয়ে দিয়ে এসব কথা বলছে।''  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারও নাম না করে মমতা (Mamata Banerjee) বলেন,''আমি যখন গোয়া যাওয়ার কথা বলছি তখন কেউ কেউ বলছে তৃণমূল কংগ্রেস প্রান্তিক দল। সবার কোথাও না কোথাও জন্মস্থান থাকে। সেখানে তাঁর ঘর। সব প্রান্তিকই সর্বভারতীয় হয়। আমি যেমন ভারতীয়। জন্ম নিয়েছি বাংলায়। বিজেপির কাছে ভয়ে শির ঝুঁকিয়ে দিয়ে এসব কথা বলছে।'' তাঁর সংযোজন,''আমরা সব প্রান্তে যাব। আমাদের দল সর্বভারতীয়। আমিও কংগ্রেস করেছি। সব জানি। অন্য দল যাবে আমরা যেতে পারব না! এমন লক্ষ্মণরেখা নেই।''


কংগ্রেসকে ফের নিশানা করে নেত্রী বলেন,''লখিমপুর ও হাথরসে না যেতে পারি সেই চেষ্টা করেছে। গোয়ায় অনুমতি দেয়নি। ত্রিপুরায় গেলে মারে। সঙ্গে জুটেছে কংগ্রেস। কংগ্রেসকে বলছি বিশ সাল পেয়েছেন। কী করেছেন আপনারা? আপনারা করেননি বলে বিজেপির বিরুদ্ধে লড়তে বাইরে যাচ্ছি। বাংলায় পারলে ভারতবর্ষেও পারব। সাতবার সাংসদ ছিলাম। কয়লামন্ত্রী হয়েছি। যুব ও ক্রীড়া দফতর সামলেছি। রেলমন্ত্রী হিসেবে দু'দফায় কাজ করেছি। যুব কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলাম। গ্রামে গ্রামে গিয়েছি। ইউপি নতুন কোনও ব্যাপার নয়। লখনৌ নতুন নয়। বিশ্বনাথপ্রতাপ সিং এলাহাবাদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তখন কংগ্রেসের হয়ে প্রচারে গিয়েছিলাম। সবাইকে নিয়ে কাজ করব। যে ডাকবে যাব। বাংলায় সামলেও বাইরে কাজ করতে পারব।'' 


বলে রাখি, রবিবার সংবাদ সংস্থা পিটিআই-কে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম বলেছেন, এদিন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন,''‌গোয়ায় তৃণমূল কংগ্রেস প্রান্তিক দল। এটা উপর থেকে চাপিয়ে দেওয়া হয়েছে। এই দল বাংলা থেকে পরিচালিত। আমি জানি না তৃণমূল কংগ্রেস গোয়ার রাজনীতিতে কেন দলত্যাগে উৎসাহ দিচ্ছে। লুইজিনহো ফেলারিও-র জন্য আমার খারাপ লাগছে। ওঁর বিধানসভা কেন্দ্রের মানুষই বিরোধিতা করছে। কোনও প্রভাবই পড়বে না। আমরা ওই কেন্দ্রেও জিতব।''‌  


আরও পড়ুন- ছটের পর Modi-র কেন্দ্রে বিশ্বনাথ-দর্শন করে মিশন উত্তরপ্রদেশ শুরু করবেন Mamata
 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)