নিজস্ব প্রতিবেদন: পুলিস যখন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা শুনছে না, তখন তাঁর অবিলম্বে পদত্যাগ করা উচিত। সোমবার এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন মুকুলবাবু বলেন, নবান্নে মুখ্যমন্ত্রী বলেছেন পুলিস তাঁর কথা শুনছে না। তাঁর বিধায়করা না কি এরকম অভিযোগ করেছেন। মুখ্যমন্ত্রীই তো রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে তিনি কেন পদত্যাগ করছেন না? মমতা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ ব্যর্থ। সেই ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে পদত্যাগ করা উচিত তাঁর। 


 



মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণ করে মুকুল বলেন, 'সারা বাংলা জুড়ে অশান্তি ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। তিনিই নির্দিষ্ট সম্প্রদায়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে শহিদ আমরা হতে দেব না।' 


মুকুল বলেন, 'আমার সরকার ফেলে দিয়েছে বলে সারা বাংলায় কেঁদে কেঁদে ঘুরে বেড়াবেন, তা আমরা হতে দেব না। ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে তৃণমূলের মোবাকাবিলা করবে।' 


সামর্থ মতো চেষ্টা করব, তবে খাদ্যসাথী বন্ধ করে পে কমিশন দেব না, বললেন মমতা


এদিন সন্দেশখালি কাণ্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতার অভিযোগকে পালটা চ্যালেঞ্জ ছোড়েন মুকুল। বলেন, ওই ঘটনায় ২ জন মৃত ৩ জন নিখোঁজ। আমাদের অনুমান তাদেরও খুন করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, নিখোঁজদের নাম ঠিকানা না দিয়ে অভিযোগ করেছে বিজেপি। আমরা মুখ্যমন্ত্রীকে ত ঠিকানা দিয়ে দেব। উনি মানুষগুলোকে ফিরিয়ে দিতে পারবেন তো? নইলে ওকে পদত্যাগ করতে হবে। 


মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্তসনা করে মুকুল বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী নন। উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী।'