নিজস্ব প্রতিবেদন: জেলার অজস্র উন্নয়ণমূলক প্রকল্প হয়েছে। তার পরেও মানুষ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?  পুরুলিয়ায় দলের নেতা-বিধায়কদের কাছে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'কিছু লোক শুধু কচু আর গরু-ই চেনে', দিলীপকে কটাক্ষ সেলিমের


রবিবার দলের বৈঠকে মমতা বলেন, মানুষের সঙ্গে দলের নেতারা নিবিড় যোগাযোগ রাখছেন না। সেই কারণেই ক্রমশ মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ।  কাজ করা সত্ত্বেও মানুষ দলের নেতারা যদি মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তাহলে ভাবতে হবে কোথাও একটা খামতি রয়েছে নেতাদের।


দলের নেতা-বিধায়কদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী আরও বলেন, সরকারি প্রকল্পগুলির খবর মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মানুষের সঙ্গে প্রতিদিন দেখা করতে হবে। তাদের সুবিধা-অসুবিধার কথা জেনে নিতে হবে।



আরও পড়ুন-৩১ ডিসেম্বরের পর ব্লক হয়ে যেতে পারে এইসব ডেবিট কার্ড!


লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় বেশ খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। সেই প্রসঙ্গও টেনে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়।  এর পেছনেও মানুষের কাছ থেকে নেতাদের সরে যাওয়াকেই দায়ি করেন তিনি।  পাশাপাশি কাজ করেও মন জয় করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।