নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর আগে গোয়ায় যাচ্ছেন। ছটপুজোর পর তাঁর গন্তব্য যোগী-রাজ্য। সোমবার শিলিগুড়িতে ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিনই উত্তরপ্রদেশের দুই কংগ্রেস নেতা যোগ দেন তৃণমূলে। তৃণমূল নেত্রী বলেন,''কমলাপতি ত্রিপাঠীর পপৌত্র তৃণমূলে যোগ দিয়েছেন। আর এক পপৌত্রের ছেলে প্রাক্তন বিধায়ক ললিতেশপতি ত্রিপাঠীও এসেছেন। তাঁদের ধন্যবাদ জানাচ্ছি।''                   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দীপাবলির পর উত্তরপ্রদেশ সফরে যাওয়ার কথা জানান মমতা। তিনি বলেন,''বারাণসী গিয়ে বিশ্বনাথ মন্দির দর্শন ও গঙ্গারতি দেখার অনুরোধ করেছেন ওঁরা। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর পর কর্মসূচি তৈরি হব। আমি তখন যাব। অভিষেকও যাবে। কংগ্রেস ছেড়ে ওঁরা এসেছেন। গঙ্গাসাগরের দৈত্যাপতি অযোধ্যার বাসিন্দা। তাঁর আশ্রমে যাওয়ার অনুরোধ করেছেন। আরও সংগঠন চিঠি দিয়ে কথা বলতে চেয়েছেন। এনআরসি নিয়ে ইউপিতে গিয়েছি। '' 


উত্তরপ্রদেশের সঙ্গে তাঁর পুরনো অতীত-যোগের কথাও স্মরণ করিয়ে দেন মমতা। বলেন,''আমি অনেকবার উত্তরপ্রদেশে গিয়েছি। কর্মসূচি করেছি। ৭ বার সাংসদ ছিলাম। দু'বার রেলমন্ত্রী হিসেবে কাজ করেছি। যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম। ইউপি নতুন কোনও কথা নয়। বিশ্বনাথপ্রতাপ সিং প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এলাহাবাদে। তখন কংগ্রেসের হয়ে গিয়েছিলাম। লখনৌ আমার জন্য নতুন কোনও জায়গা নয়।''


আরও পড়ুন- Mamata-কে 'দেশনেত্রী' অভিধা Abhishek-র; BJP-র সুবিধা হচ্ছে, এক সুর Adhir-Sujan-র


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)