ওয়েব ডেস্ক: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিনে রাষ্ট্রীয় ছুটির আবেদন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর জন্মদিনে সরকারি ছুটির আর্জি করলেন তাঁরই দলের সাংসদ অনুপম হাজরা। বোলপুরের সাংসদের দাবি, "বাংলার নবরূপকারের জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হোক"। একই সঙ্গে দলনেত্রীকে 'দিদিভাই' সম্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন শান্তিনিকেতনের অধ্যাপক অনুপম হাজরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন তারকা অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারীও (দেব)। 



নতুন বছরের ৫ জানুয়ারি ৬৩তম বসন্তের দিকে পা বাড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য গুরু গোবিন্দ সিং জি'র ৩৫১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, আজই কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রাপ্ত বিশ্ববাংলার লোগো-র আনুষ্ঠানিক উন্মোচনও করেন মমতা বন্দ্যোপাধ্যায়।