অবশেষে পরিবহ মুখোপাধ্যকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
পরিবহ মুখোপাধ্যকে দেখতে নিউরো সায়েন্সে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদন: আন্দোলনের পঞ্চমদিনে অবশেষে আহত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যকে দেখতে নিউরো সায়েন্সে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনকারীদের ছয়-দফা দাবির প্রথম দাবিই ছিল নিউরো সায়েন্সে পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যেতে হবে মুখ্যমন্ত্রীকে। আর সেই দাবি মেনেই এই সিদ্ধান্ত বলে মনে করছে একাধিক মহল। আজ, শনিবার কিছুক্ষণ আগেই NRS-এর আন্দোলনকারীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন। উল্লেখ্য, ইতিমধ্যেই নিরাপত্তার আঁটোসাঁটো করা হয়েছে হাসপাতাল চত্বরে। পুলিস ঘিরে ফেলেছে গোটা হাসপাতাল। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই ব্যবস্থা।
আরও পড়ুন: জট কাটাতে NRS কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে IMA-এর প্রতিনিধি দল
গত সোমবার রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বাঁধে NRS হাসপাতালে। ইট বৃষ্টিতে আহত হন জুনিয়র চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মল্লিকবাজার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছিল। এরপরই কর্মবিরতি ঘোষণা করে নিরাপত্তার দাবিতে অবস্থানে বসেন NRS-এর জুনিয়র ডাক্তারে। সময় গড়ালে আন্দোলন বৃহত্তর আকার নেয়। আন্দোলনকারীদের পাশে দাঁড়ায় গোটা দেশ। SSKM-এ আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে আসেন খোদ মুখ্যমন্ত্রী। শুরু হয় দফায় দফায় বৈঠক। যদিও সমাধান সূত্র মেলেনি এখনও। তবে শনিবার আন্দোলনকারীদের প্রথম দাবি মেনে পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে যাওয়ার এই খবর প্রকাশ্যে আসায় খানিকটা স্বস্থির নিঃশ্বাস ফেলছেন চিকিৎসকমহল।