সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী
এবার কি তবে পে কমিনিশন নিয়ে কোনও বড় পরিবর্তন হতে পারে? আপাতত সেদিকেই তাকিয়ে শিক্ষকমহল।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সমস্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উপাচার্য ও বিভিন্ন শিক্ষক সংগঠনের সঙ্গে আজ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত স্কুল স্তরের সমস্যা কিছুটা মিটলেও এখনও পর্যন্ত কলেজ শিক্ষকদের একটা বড় অংশের বহু অভাব অভিযোগ রয়েছে।
এই নিয়ে মন্ত্রীদের সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে তাঁদের। এইজিসি অনুযায়ী পে স্কেলের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন তাঁরা। আগের বার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অবসরের সময়সীমার বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার কি তবে পে কমিনিশন নিয়ে কোনও বড় পরিবর্তন হতে পারে? আপাতত সেদিকেই তাকিয়ে শিক্ষকমহল।