নিজস্ব প্রতিবেদন : হুগলিতে তৃণমূলের খারাপ ফলের কারণ পর্যালোচনায় দলনেত্রী। কেন খারাপ ফল, তা নিয়ে আজ বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


হুগলি জেলায় তিনটি লোকসভা কেন্দ্র। এর মধ্যে শ্রীরামপুর এবং আরামবাগে জিতলেও হুগলি লোকসভা কেন্দ্রে হেরে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের দুবারের সাংসদ রত্না দে নাগ। আরামবাগেও অপরূপা পোদ্দার জিতেছেন খুব কম মার্জিনে। ১৮টি বিধানসভার মধ্যে ৮টি বিধানসভায় পিছিয়ে তৃণমূল। এর মধ্যে আছে সিঙ্গুর এবং গোঘাট।


আরও পড়ুন, হারের জন্য দায়ী রবীন্দ্রনাথ ঘোষ, সরানো হচ্ছে কোচবিহার জেলা সভাপতি পদ থেকে


হারের কারণ নিয়ে কোর কমিটির বৈঠকেও আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি তিনি জনপ্রতিনিধি, নেতা এবং মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। দলের টিকিটে নির্বাচিত পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সাংসদ, মন্ত্রী সবাইকে নিয়েই এই বৈঠক হবে। লোকসভা ভোটে খারাপ ফলের দরুণ বহুদিন পর পুরনো স্টাইলে কর্মীসভায় জোর দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো।