ওয়েব ডেস্ক: অশান্তি, উত্তেজনা, বন্‍ধ এখন অতীত। ফের চেনা ছন্দে পাহাড়। খোলা অধিকাংশ দোকানপাট, স্কুল। জমজমাট ম্যাল চত্বর। মুখ্যমন্ত্রীর অভয় পেয়ে অনেক পর্যটকই বাড়ি না ফিরে পাহাড়ে থেকে গিয়েছেন। তাঁদের বক্তব্য, প্রশাসন সব রকম ব্যবস্থা করছে। তাই তাঁরা নিরপদ বোধ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরজুড়ে চলছে সেনা ও CRPF এর এরিয়া ডমিনেশন। গতকালই সেনার পাশাপাশি আধাসেনাও মোতায়েন হয়। সেনা মোতায়েনের পর অবশ্য নতুন করে উত্তেজনার কোনও খবর নেই। শিলিগুড়ি থেকেই পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন মুখ্যমন্ত্রী।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অপসারিত দার্জিলিংয়ের এসপি অমিত জাভালগি, তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন অখিলেশ চতুর্বেদী


পাহাড় এখন শান্ত। পর্যটকরাও নিরাপদে রয়েছেন। তাঁদের ধাপে ধাপে উদ্ধার করা হচ্ছে। দার্জিলিং পরিস্থিতি সামলে শিলিগুড়ি পৌছে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত উত্তরকন্যা থেকেই তিনি পাহাড় পরিস্থিতির ওপর নজর রাখবেন।  তিনি। পাহাড় পরিস্থিতির পর্যালোচনা হবে ওই বৈঠকে।


আরও পড়ুন  পাহাড়ে আইন-শৃঙ্খলা স্ট্র্যাটেজি নিয়ে রিচমন্ড হিলে শীর্ষ বৈঠক মমতার