নিজস্ব প্রতিবেদন: ''মমতাদিদি আমাকে থাপ্পড় মারতে চান। আপনার থাপ্পড় আমার কাছে আর্শীবাদ।'' পুরুলিয়ার সভা থেকে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 'থাপ্পড়' কটূক্তির জবাব দিলেন নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, গত ৭মে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন, ''যখন মোদী বাংলায় এসে বলেন, মমতাদিদি তোলাবাজ। তখন মনে হয়, দিই একটা ঠাসিয়ে গণতন্ত্র্রের থাপ্পড়।'' এদিনের সভা থেকে তারই জবাব দিলেন মোদী। তিনি বলেন, ''দিদি বলেছেন থাপ্পড় মারতে চান।
আমি তো মমতাদিদিকে সম্মান করি।''




মোদী আরও বলেন, '' তোলাবাজদের থাপ্পড় দেখানোর সাহল করলে ভালো হত। চিটফান্ড লুটেরাদের থাপ্পড় মারার সাহস থাকলে ভালো হতো। তাহলে আজ মমতার এই অবস্থা হতো না।''


বিরোধী জোটকে কটাক্ষ করে তিনি বলেন, ''পাঁচ দফার ভোটে হতাশ খিচুড়ি জোট। ২৩মের পর সংবিধান সকলের হিসাব করবে।'' 


''ভয়ে থাপ্পড়ের গালি দিচ্ছেন দিদি, অভিধানের সব গালি হজমের ক্ষমতা আছে'', বাঁকুড়ায় মোদী


তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ''অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। অনুপ্রবেশকারীদের ক্যাডার বানিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গুণ্ডাতন্ত্রে পরিণত হয়েছে।''