ওয়েব ডেস্ক: আলোচনার মাধ্যমেই পাহাড় সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। পাহাড় নিয়ে রিপোর্টে সম্ভবত এই মতই প্রকাশ করেছেন পুলিসের একাধিক শীর্ষকর্তা। পাহাড়ে নিযুক্ত পুলিস কর্তাদের সঙ্গে কথা বলে রিপোর্টটি তৈরি করেছেন ADG বিবেক সহায়। সম্ভবত কাল তা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। সূত্রের খবর, আলোচনার মাধ্যমেই পাহাড় সমস্যার সমাধানের পক্ষে মত প্রকাশ করেছেন অধিকাংশ পুলিস কর্তা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন বাঁকুড়ার সারেঙ্গায় হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল গ্রামবাসীদের মধ্যে


বেশিরভাগ অফিসারই মনে করছেন পাহাড়ের পরিস্থিতি এখন মোটের ওপর নিয়ন্ত্রণে। কোনওপক্ষই সংঘাতের রাস্তায় যায়নি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সিংমারিতে প্রাণহানির পরেও কোনওপক্ষ সংঘাতের পথে যায়নি। সেই স্পিরিটেই সমাধানের পথ খুঁজতে হবে বলে মনে করছেন পাহাড়ে নিযুক্ত বেশিরভাগ অফিসার। 


আরও পড়ুন  মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই রাজ্য পেতে চলেছে নিজস্ব সরকারি সঙ্গীত