ওয়েব ডেস্ক: লগ্নির খোঁজে এ বার চিনে মুখ্যমন্ত্রী। সে দেশের সরকারের আমন্ত্রণে জুনের প্রথম সপ্তাহে চিন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেজিং এবং সাংহাই সফরের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। চিনের উত্‍পাদন শিল্প নিয়ে আগ্রহী তিনি। উত্‍পাদন শিল্পে লগ্নি টানতে চিন সফরকে পাখির চোখ করছেন মমতা। চিনা কমিউনিস্ট পার্টিও তাঁকে আমন্ত্রণ জানিয়েছে।


এদিকে, তিস্তা চুক্তি নিয়ে যে আশঙ্কার কাঁটা থেকেই যাচ্ছে তা স্পষ্ট করে দিলেন শেখ হাসিনা। মুখ্যমন্ত্রী মমতার তোর্সা প্রস্তাবে যে তাঁর সায় নেই তাও বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। হাসিনার সফরে দিল্লির অবস্থানেও স্পষ্ট, তিস্তার বিকল্প নিয়ে ভাবতে উত্‍সাহী নয় সাউথ ব্লক। ফলে মোদী এবার কী করবেন, এখন সেদিকেই নজর দু-দেশের। (আরও পড়ুন- মুসলিম পার্সোনাল ল বোর্ডই ১৮ মাসের মধ্যে তিন তালাক তুলে দেবে, সরকারের হস্তক্ষেপ প্রয়োজন নেই, দাবি বোর্ডের ভাইস প্রেসিডেন্টের)