নিজস্ব প্রতিবেদন: পাচার হওয়ার আগে গন্ডারের খড়্গ-সহ গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম অভিজিৎ দেবদাস। তিনি ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাসিন্দা। 

 

এদিন জলপাইগুড়ি জেলার সাম্মানিক বন্যপ্রান সংরক্ষক সীমা চৌধুরীর কাছে পূর্ণবয়স্ক গন্ডারের খড়্গ পাচার করা হবে বলে খবর আসে। তিনি বিষয়টি ফালাকাটা এসএসবি ১৭ ব্যাটেলিয়ন এর আধিকারিকদের জানান। এরপর সীমা দেবী,  এস এস বি  ১৭ ব্যাটেলয়ন এর আধিকারিক এবং জওয়ানদের নিয়ে  অভিযান চালিয়ে জটেশ্বর থেকে এক ব্যক্তিতে আটক করে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক গন্ডারের খড়্গ। উদ্ধার হওয়ার খড়্গ টির ওজন প্রায় ৩০০ গ্রাম।

 

জলপাইগুড়ির অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধূরী জানান , গন্ডারের খর্গটি কত দিনের পুরনো এবং কোথায় পাচার করার উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার জন্য আধিকারিকরা ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।