Jalpaiguri: পিছমোড়া করে বাঁধা হাত, চোর সন্দেহে `মারধর` নিরাপত্তারক্ষীকেই!
`মারধরে`র ওই নিরাপত্তারক্ষীকে তুলে দেওয়া হল পুলিসের হাতে। ঘটনায় ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।
প্রদ্যুত দাস: অমানবিক! চোর সন্দেহে এক ব্যক্তিকে 'বেধড়ক মারধর'। ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ির রাজগঞ্জে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।
জানা গিয়েছে, রাজগঞ্জের মাঝিয়ালি পঞ্চায়েত এলাকার একটি চা তৈরির কারখানা নিরাপত্তারক্ষী পদে কর্মরত। ঘড়িতে তখন প্রায় ২ টো। অভিযোগ, মঙ্গলবার রাতে কারখানার নিরাপত্তারক্ষীর উপর চড়াও হন ম্যানেজার শুভঙ্কর মল্লিক। খুঁটির সঙ্গে হাত বেঁধে চলে বেধড়ক মারধর! শুধু তাই নয়, ওই কারখানারই এক শ্রমিক আবার ঘটনার ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন: Maheshtala: ফের কার্নিশে! মহেশতলায় স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন বৃদ্ধ
এদিন বিকেলে ওই নিরাপত্তারক্ষীকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। কেন এভাবে মারধর করা হল? ম্যানেজার শুভঙ্কর মল্লিকের দাবি, রাতে কারখানায় দুষ্কৃতীদের ঢুকিয়ে নাকি চুরির করার পরিকল্পনা করেছিলেন খোদ নিরাপত্তারক্ষীই! তাঁকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিস। আটক ১।