ওয়েব ডেস্ক: গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু । আর তাকে কেন্দ্র করে রণক্ষেত্র পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের পাটাশোল এলাকা। পথ অবরোধ করে উত্তেজিত জনতা। ব্যাপক ভাঙচুর  চালানো হয় গাড়িটিতে। আজ দুপুরে রাস্তা পারাপারের সময় স্থানীয় বাসিন্দা ফটিক মাহাতকে ধাক্কা মারে একটি গাড়ি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে গোয়ালতোড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় মেদিনীপুর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ফটিকবাবুর। খবর ছড়িয়ে পড়তেই গোয়ালতোড়-সারেঙ্গা রাজ্য সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। পরে অবরোধ তুলে দেয় পুলিস। গাড়ির গতিতে রাশ টানতে নিজেদের উদ্যোগেই  বাম্পার তৈরি করেছেন স্থানীয় মানুষ। 


বেঙ্গালুরুতে বিষাক্ত ফেনা