চা শ্রমিককে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারল দাঁতাল!
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঞ্চান্নর চাঙখে ওঁড়াও মঙ্গলবার সকালে বাগানে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় এক পাল হাতি রাস্তা দিয়ে যাচ্ছিল।
নিজস্ব প্রতিবেদন: চা শ্রমিককে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারল হাতি। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার ওয়াসাবাড়ি চা বাগান এলাকায়।
আরও পড়ুন: তিন ছেলের বিয়ে দিয়েছেন, ঘরে নাতি রয়েছে, বৌমারা ঘরে গিয়ে শাশুড়িকে যে অবস্থায় দেখলেন...
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পঞ্চান্নর চাঙখে ওঁড়াও মঙ্গলবার সকালে বাগানে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় এক পাল হাতি রাস্তা দিয়ে যাচ্ছিল। সামনে একটি ছোটো হাতি চলে আসে। তখন নিজেই সরে যেতে চেয়েছিলেন চাঙখে। আচমকাই সামনে একটি দাঁতাল এসে তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে।
আরও পড়ুন: দশ বছর পর গর্ভে সন্তান এসেছে, সুখবরে বীরভূমের দেহাতি স্বামী প্রকাশ্যেই স্ত্রীর সঙ্গে যা করলেন...
মাথা থেঁতলে যায় চাঙখের। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে মালবাজার হাসপাতালে নিয়ে যান। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে সেখানে মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় বনদফতরের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে মৃতের পরিবার। অন্যদিকে, বনকর্মীদের দাবি, হাতি দেখতে চাঙখেই খুব কাছে চলে যান। তার ফলেই ঘটনাটি ঘটেছে। মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে মালবাজার বন দফতর।