নিজস্ব প্রতিবেদন: ফের হাতির হানায় প্রাণ গেল এক ব্যক্তির। বৃহস্পতিবার রাতে মালবাজার মহকুমার জলঢাকা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম বিরবল সিং রাই (৬৬)। পুলিস সূত্রে খবর, এদিন রাতে আচমকা হাতির হামলায় মৃত্যু হয়েছে ষাটর্ধ্বো ওই ব্যক্তির। সূত্রের খবর মৃত বিরবল সিং রাই হাজারি পাড়ার বাসিন্দা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনার বকুলতলায় বিপুল টাকা সহ আটক জেলা বিজেপি নেতা


এদিন ওই এলাকাতে নাতির জন্মদিন অনুষ্ঠান থেকে নিজের বাড়ি ফিরছিলেন বিরবলবাবু। সেই সময় হঠাৎ রাস্তার মধ্যেই হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি বিরবল বাবুকে ধরে তাকে পা দিয়ে পিষে দেয়। এরপরই হাতিটি জলঢাকার দিকে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বিরবল সিং রাই-এর। নাগরাকাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।



উল্লেখ্য বেশ কিথুদিন ধরেই হাতির তান্ডবে জেরবার মালবাজারের বাসিন্দারা। অভিযোগ একাধিকবার জানানোর পরও কোনও পদক্ষপ নেয়নি বনদফতর।