ওয়েব ডেস্ক: ট্রেনের সামনে ঝাঁপ দিতে চেয়েছিলেন। কিন্তু ট্রেন দাঁড়িয়ে পড়ল। রাগে শেষ পর্যন্ত ট্রেনের মাথায় চড়ে বসলেন এক ব্যক্তি। কিছুতেই তিনি নামবেন না। এ নিয়ে প্রায় ৫০ মিনিটের টানটান উত্তেজনা বাঁকুড়া স্টেশনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত রাতে খড়গপুর-আদ্রা-গোমো প্যাসেঞ্জার স্টেশনে ঢুকতেই এক ব্যক্তি ট্রেনের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। সফল না হওয়ায় এরপর সোজা ট্রেনের মাথায়। ওভারহেড তার ধরে ফেলতে পারেন, এই আশঙ্কায় বিচ্ছিন্ন করা হয় বিদ্যুত্‍ সংযোগ। পুলিস আসে। খবর দেওয়া হয় দমকলেও। ওই ব্যক্তি জানিয়ে দেন, কেউ এগোলেই তিনি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে খুন করবেন। অনেক অনুরোধ উপরোধেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ঝুঁকিটা নেন এক সিভিক ভলান্টিয়ার। ওই ব্যক্তিকে নামিয়ে আনেন তিনি। এ ঘটনার জেরে প্রায় ৫০ মিনিট বাঁকুড়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে বেশ কিছু ট্রেন।


পাহাড়ে আক্রান্ত পুলিস, তাদের ওপর হামলা চালায় মোর্চা সমর্থকরা