ছবি তুলতে গিয়ে হাতির পায়ে তলায় প্রাণ গেল এক ব্যক্তির
হাতির আক্রমণে প্রতি বছর উত্তরবঙ্গে মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু, জাতীয় সড়কের ওপর এমন ঘটনা এই প্রথম ঘটল বলে জানিয়েছেন বনাধিকারিক দিশা গোস্বামী। ``লাটাগুড়ির ঘটনা দুর্ভাগ্যজনক হলেও আত্মঘাতী। হাতিদের উত্যক্ত না করতে বন দফতর প্রচার চালালেও এই ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।`` মত উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষের।
নিজস্ব প্রতিবেদন : গরুমারা জাতীয় উদ্যানে জাতীয় সড়কের ওপর হাতির ছবি তুলতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বিরক্ত হাতি পিষে মারল তাঁকে। শুঁড়ের ধাক্কায় মাটিতে ফেলে দেহ নিয়ে ফুটবল খেললেন ক্ষুব্ধ গজরাজ। লাটাগুড়ির এই ঘটনায় শোক প্রকাশ করে পরিণতির জন্য নিহত ব্যক্তির নির্বুদ্ধিতাকেই দায়ী করেছেন বনকর্তারা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার জাতীয় সড়কের ওপর দাঁড়িয়েছিল দাঁতালটি। হাতি সরার অপেক্ষায় দু'দিকে সারি দিয়ে দাঁড়িয়ে যায় গাড়ি। অভিযোগ, সেই সময়ই ছবি তুলতে শুরু করেন ওই ব্যক্তি। হাতিটি এগিয়ে এলেও নির্বিকার থাকেন তিনি। এরপরই শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে তাঁকে মাটিতে ফেলে দেয় হাতিটি। পা দিয়ে পিষে দেয় ওই ব্যক্তিকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
হাতির আক্রমণে প্রতি বছর উত্তরবঙ্গে মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু, জাতীয় সড়কের ওপর এমন ঘটনা এই প্রথম ঘটল বলে জানিয়েছেন বনাধিকারিক দিশা গোস্বামী। ''লাটাগুড়ির ঘটনা দুর্ভাগ্যজনক হলেও আত্মঘাতী। হাতিদের উত্যক্ত না করতে বন দফতর প্রচার চালালেও এই ধরনের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে।'' মত উত্তরবঙ্গের মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষের।
আরও পড়ুন- মোবাইলেই মেছো বাজার, ঘরে বসেই অর্ডার করুন রুই-কাতলা-ইলিশ