Thakurpukur: ফোন করে কেউ বাইরে ডেকেছিল, ঘর থেকে বের হতেই যুবককে গুলি
সুরজের মায়ের দাবি, রাতে খাওয়াদাওয়ার পর ফোনে তাকে কেউ বাইরে ডাকে
নিজস্ব প্রতিবেদন: কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ ছিল না। কারও সঙ্গে তেমন কোনও শত্রুতাও ছিল না বলে প্রতিবেশীদের দাবি। তার পরও পাড়ার ছেলেকে কেউ বা কারা গুলি করার আতঙ্ক ছড়াল দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুরের আশুতি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সারদা দেবী নগরে।
শুক্রবার রাত বারোটা নাগাদ তাকে তার বাড়ির বাইরে কেউ বা কারা গুলি করে পালায় বলে পরিবারের দাবি। গুলিবিদ্ধ ওই যুবকের নাম সুরজ রায়(২৭)। তাঁর কাঁধে গুলি লেগেছে। তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় এনআরএস হাসপাতালে।
সুরজের মায়ের দাবি, রাতে খাওয়াদাওয়ার পর ফোনে তাকে কেউ বাইরে ডাকে। সেই ফোন পেয়ে কলাগাছিয়া মেন রোড বের হতেই তাদের কেউ গুলি করে। কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত এক ব্যক্তির গাড়ি চালায় সুরজ। তার বাইরে সুরজ কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নয়। তাহলে কারা গুলি চালাল, তদন্তে নেমেছে আশুতি কালীতলা থানার পুলিস।
আরও পড়ুন-স্বস্তির কালবৈশাখীতে কমল তাপমাত্রা, আজও কি রাজ্যজুড়ে বৃষ্টি হবে?