নিজস্ব প্রতিবেদন : গ্রেফতার করা হল ভদ্রেশ্বরের তৃণমূল পুর চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনে অভিযুক্তদের। সূত্রের খবর, বেনারস থেকে গ্রেফতার করা হয় মোট ৭ জনকে।  ​বেনারসের একটি লজ থেকে গ্রেফতার করা হয় তাদের। তৃণমূল পুর চেয়ারম্যানকে খুনের পর অভিযুক্তরা বিহার হয়ে উত্তরপ্রদেশে পালিয়ে যায় বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিকে তৃণমূল পুর চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনে সম্প্রতি ক্লোজ করা হয় ভদ্রেশ্বর থানার ওসি অনুদ্যূতি মজুমদারকে। তদন্তে ব্যর্থতার অভিযোগে তাঁকে ক্লোজ করা হয় বলে  খবর পাওয়া যায়। তাঁর জায়গায় দায়িত্বে আনা হয় নন্দন পানিগ্রাহীকে। 


গত মঙ্গলবার রাতে দুষ্কৃতীদের গুলিতে খুন হন ভদ্রেশ্বর পুরসভার তৃণমূল চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। তারপর থেকে জেলায় শাসকদলের নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে তৃণমূলের অন্দরেই। দ্রুত অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে এলাকায় বিক্ষোভ বাড়তে থাকে। সৎ ও কর্মঠ হিসাবে পরিচিত মনোজবাবুর খুনে ফুঁসে ওঠে গোটা ভদ্রেশ্বর।