নিজস্ব প্রতিবেদন:  জাতীয় সড়কের ধারে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার । ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বীরভূমের বেলগড়িয়া গ্রামে। মৃতের নাম নাম বলরাম ঘোষ ওরফে ভবানী ঘোষ(৫৭) বাড়ি মহঃবাজার থানার খয়রাকুড়ি গ্রামে ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তদন্তে পুলিস জানতে পেরেছে, ওই ব্যক্তি আগে সিপিএম করতেন। পরে তৃণমূলে যোগ দেন। তৃণমূলে দলবিরোধী কাজের জন্য তাঁকে  বহিষ্কার করা হয়। পরে আবার তৃণমূলে ফিরে আসেন। বছর তিনেক আগে বিজেপি নেতা ফণিরঞ্জন রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন।  ইদানীং বিজেপিতে থাকলেও সক্রিয় ভাবে ছিলেন না।

বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিস সিউড়ি সদর হাসপাতালে পাঠায়। পুলিসের পক্ষ থেকে দুর্ঘটনায় মৃত্যু বলে পরিবারকে জানানো হলেও পরিবার তা মানতে রাজি নয়।  তাদের দাবি ও ব্যাক্তিকে খুন করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউন কলকাতার এই নামী সঙ্গীতশিল্পীকে পথে বসাল, ফুটপাতে দুধ পাউরুটি বিক্রি করে চলছে সংসার!...


স্হানীয় বিজেপি নেতা তারাপদ দাস বলেন, “মৃতের দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষত ছিল এবং গলাতে গভীর ক্ষত ছিল। খুন করা হয়েছে।"