নিজস্ব প্রতিবেদন: ফের মনুয়াকাণ্ডের ছায়া। এবার বীরভূমের আমোদপুরে। স্ত্রীয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলাতেই খুন মদন টুডু। সন্দেহ পুলিসের। আটক মৃতের স্ত্রী ও প্রেমিক।

 

সোমবার সন্ধে থেকে খোঁজ ছিল না মদন টুডুর।মঙ্গলবার সকালে আমোদপুরের ধোবাজল গ্রামের আদিবাসী পাড়ার পুকুর পাড় থেকে উদ্ধার হয় তাঁর দেহ । গলায় ফাঁসের চিহ্ন স্পষ্ট। গলায় তারের ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে বলে সন্দেহ পুলিসের। সাঁইথিয়া থানা এলাকার আমোদপুর ফাঁড়ির ঘটনা। তদন্তে নেমে পুলিস জানতে পারে, মদনের স্ত্রী ফুলমনির সঙ্গে বেশকিছুদিন ধরেই বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে রাহুল মণ্ডল নামে এক ব্যক্তির। সোমবার স্ত্রী ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মদন। তারপর থেকেই আর খোঁজ ছিল না তাঁর।

 

মদনের পরিবারের অভিযোগ, স্ত্রী ও তার প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলার কারণেই মদনকে খুন করা হয়েছে।