নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার এবং শুক্রবার রাজ্যে পূর্ণ লকডাউন। এই দুদিন রাজ্যে বন্ধ থাকবে রেল পরিষেবাও। এমনকী স্পেশাল ট্রেন না চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। জানা গিয়েছে, আগামিকাল এবং পরশু কলকাতা বা হাওড়া থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং অন্য কোন রাজ্যে থেকে ট্রেন আসবেও না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্য সরকারের লকডাউন ঘোষণার পরেই পূর্ব,  দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ হাওড়া, শিয়ালদহ, খড়গপুর  শিলিগুড়ি সহ একাধিক ডিভিশনে ট্রেন বাতিলের কথা আগেভাগেই জানিয়ে দিয়েছিল।
যে সমস্ত ট্রেন আগামী দু'দিন বাতিল থাকছে:-
আপ ও ডাউন--
 ** হাওড়া-পাটনা এক্সপ্রেস,
 ** হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস,
** শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন
** হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন।
** শালিমার-পাটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস।
** যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস(আজ এই ট্রেনটি যশোবন্তপুর থেকে ছাড়বে না)


দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বাতিল থাকছে আগামী ২৭ ও ৩১ আগস্ট। এছাড়া আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার মধ্যে থাকছে সেকেন্দ্রাবাদ-হাওড়া স্পেশাল। এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর আসবে। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের কোনও স্টপেজ থাকছে না এরাজ্যে। লকডাউন মিটে যাওয়ার পরে হাওড়া-মুম্বই সি এস এম টি স্পেশাল ট্রেন ছাড়বে।


আরও পড়ুন: ফুসফুসে সংক্রমণ, এখনও সঙ্কটজনক প্রণব মুখোপাধ্যায়