নিজস্ব প্রতিবেদন: ভোটের দামামা বেজে গিয়েছে। গতকালই ঘোষণা হয়েছে ভোটের নির্ঘণ্ট। বলার অপেক্ষা রাখে না ভোট যুদ্ধে তৈরি গোটা দেশ। আর এর মাঝেই সোমবার সকালে পড়ল মাওবাদী পোস্টার। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর জেলার পিরকাটা থানার পাথরি এলাকায়। স্বাভাবিকভাবেই মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলিকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সকালে পোস্টারগুিল চোখে পড়া মাত্রই পুলিসকে খবর দেয় স্থানীয়রা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ত্রালে রাতভর গুলির লড়াই, খতম পুলওয়ামা হামলার অন্যতম চক্রী মুদাসির


সূত্রের খবর, বেশ কয়েকটি পোস্টার লিখে রেখে গেছেন তাঁরা।  তৃণমূলসহ পুলিস প্রশাসনকে হুমকি দিয়েই লেখা হয়েছে এই পোস্টার করে। তৃণমূল নেতাদের পদত্যাগের কথা উল্লেখ করা হয়েছে ওই পোস্টারগুলিতে। পাশাপাশি জেলে বন্দি থাকা মাওবাদী নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও তোলা হয়েছে। সোমবার সকালে পোস্টারগুলি বাজেয়াপ্ত করে পুলিস। যদিও পোস্টার উদ্ধার নিয়ে কোনও কথা বলতে চাননি তাঁরা। কোথা থেকে এল এই মাওবাদী পোষ্টার বা এই কাজের পেছনে অন্য কোনও উদ্দশ্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।