পুরুলিয়ায় মাওবাদী পোস্টার উদ্ধার, তৃণমূল নেতাকে খুনের হুমকি
সকালে পুকুরে জল আনতে গিয়ে পোস্টারগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদন: ফের পুরুলিয়ায় উদ্ধার মাওবাদী পোস্টার। বুধবার সকালে এলাকারই একটি পুকুরের কাছে পড়ে ছিল পোস্টারগুলি।
আরও পড়ুন: নেতাই থেকে ছোট আঙারিয়া, ‘রক্তাক্ত’ নন্দীগ্রামের স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী
সকালে পুকুরে জল আনতে গিয়ে পোস্টারগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কালো কালিতে লেখা পোস্টারগুলি ছড়ানো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলি উদ্ধার করে । পোস্টারে তৃণমূল নেতাদের খুন করার হুমকি দেওয়া হয়েছে । তাতে লেখা ছিল, কিষাণজির হত্যার বদলা নেওয়া হবে তৃণমূল নেতাদের খুন করে । পোস্টারে ছত্রধর মাহাতোর মুক্তির দাবি জানানো হয়েছে । স্থানীয় তৃণমূল নেতা প্রতুল মাহাতোর মাথা চাই বলে ও লেখা হয়েছে এই পোস্টারে।
আরও পড়ুন: রাজ্যে বিজেপির রথযাত্রা নিয়ে আগামীকাল হাইকোর্টে চূড়ান্ত সিদ্ধান্ত
গত ৩ ডিসেম্বর বরাবাজার থেকে রুপেস মাহাতো নামে এক যুবককে দেশি আগ্নেয়াস্ত্র -সহ পুলিশ গ্রেফতার করেছে । তার সঙ্গেও মাওবাদীদের কোন যোগযোগ আছে কিনা তদন্ত করেছে পুলিশ । মাওবাদীদের নামাঙ্কিত এই পোস্টারে রুপেসকে জেল থেকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। তা না করলে পুলিশ ক্যাম্প উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। পুলিস সূত্রে খবর, রূপেস বেশ কিছুদিন ছত্তিশগড়ে থাকত।. তবে কী সেখান থেকেই কোন যোগাযোগ ? খতিয়ে দেখছে পুলিশ।