রোজ রাতেই বাড়ির উঠোনে পড়ছে বড় বড় পায়ের ছাপ! আতঙ্ক এই গ্রামে
গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জন্তু এলাকায় দেখা মাত্রই, বনকর্মীদের খবর দেওয়ার কথা বলা হয়েছে। এই ছাপ যে কোনও বুনো বিড়ালের নয়, সেবিষয়ে নিশ্চিত বনকর্মীরাও।
নিজস্ব প্রতিবেদন: রাত বাড়লেই যে সে গ্রামে ঢুকছে, আঁচ করতে পেরেছিলেন এলাকাবাসীরা। মানুষ তো দূরস্থ, ভয়ে কাঁটা হয়ে রয়েছে গরু-বাছুর-ছাগলও। অবশেষে রবিবার রাতেই হাতেনাতে মিলল প্রমাণ। লালগড়ে ফের বাঘের হামলা।
ঝাড়গ্রামের বেলখেড়িয়া গ্রামে এখন রাত হলেই আতঙ্ক। প্রথমে একটি বাঘ গ্রামে ঢুকছিল। এখন মধুপুরের জঙ্গল থেকে গ্রামে ঢুকে পড়ছে দুটি বাঘ। রবিবার রাতে গোপীনাথ মুর্মু নামে এক গ্রামবাসীর গোয়ালঘরে ঢুকে পড়ে তারা। বাড়ির লোকেরা যতক্ষণে টের পান, ততক্ষণে বাঘের থাবার মৃত্যু হয়েছে এক বাছুরের।
আরও পড়ুন: দোলের স্টক এসে গেছে, মেসেজ পেয়েই হোটেলের গোপন কুঠুরিতে হানা, উদ্ধার কয়েক লক্ষ টাকার মদ
অপর বাঘটি তখন গোয়ালঘরে রাখা আরও একটি গরুকে নিজের শিকার বানাতে চলেছে। গোপীনাথ টের পাওয়ার পরই আর্তচিত্কার শুরু করেন। গ্রামবাসীরাও রে-রে করে ছুটে আসেন। প্রতিবেশীরা। তখনই তাঁরা দুটি বাঘকে দেখেন বলে দাবি গ্রামবাসীদের। পায়ের ছাপ দেখে বন দফরেরও ধারনা, গ্রামে ঢুকেছিল বাঘই। রাতে নজরদারির আশ্বাস বন দফতরের।
আরও পড়ুন: প্রেমের অভিনয়, মোটা টাকার লোভ দেখিয়ে গৃহবধূকে ফুঁসলিয়ে পাচার যুবকের
গ্রামবাসীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জন্তু এলাকায় দেখা মাত্রই, বনকর্মীদের খবর দেওয়ার কথা বলা হয়েছে। এই ছাপ যে কোনও বুনো বিড়ালের নয়, সেবিষয়ে নিশ্চিত বনকর্মীরাও।